সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সংনির্বাচনী গণসংযোগ শুরু হয়েছে। প্রতিদিনই সাংবাদিকরা জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিকদের সাথে কুশল বিনিময় শুরু করে দিয়েছেন। এরই অংশ হিসাবে কাপাসিয়া, কালিয়াকৈর, শ্রীপুর, মাওনা, কালীগঞ্জ, গাজীপুর সদর, টঙ্গী, পুবাইল এলাকায় সাংবাদিকরা গণসংযোগ শুরু করেন।

আজ বুধবার বিকেলে কালিয়াকৈর একটি রেস্তোরাঁয় কালিয়াকৈরের সকল সাংবাদিকরা জড়ো হয়।

সেখানে পরিষদের সভাপতি প্রার্থী মুহাম্মাদ আবুল কাসেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যকরি সভাপতি অ্যাডভোট মো. জাকির হোসেন কামাল চৌধুরী, নিবার্হী সদস্য মো. বেলায়েত হোসেন শামীম, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, সিনিয়র সাংবাদিক মো. নাজিম উদ্দীন সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় সাংবাদিকদের কথা শুনেন এবং সে বিষয়ে সমাধান করার চেস্ঠা করবেন বলে প্রার্থীরা জানান।

(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)