মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা বিএনপির আয়োজনে বিএপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিশাল আনন্দ র‍্যালি বের হয়।র‍্যালিটি মহম্মদপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রওশন মার্কেটের সামনে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিলটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য প্রদান করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, আকতারুজ্জামান আক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল, মাগুরা জেলা বিএনপির সদস্য সাবেক অধ্যক্ষ মতিউর রহমান প্রমূখ। এসময় উপজেলায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৫)