রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবগঠিত কার্যনির্বাহী সার্চ কমিটির আহ্বায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক বাঁধন কুমার ঘোষ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ রেহবার দারাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক পরিষদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সম্পাদক বাংলা বিভাগের পীযুষ কান্তি রায়, যুগ্ম সম্পাদক ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, অর্থ সম্পাদক সমাজকর্ম বিভাগের প্রভাষক মাওয়ারা খানম এবং ক্রীড়া সম্পাদক আইসিটি বিভাগের প্রভাষক শ্যামল কুমার বোস প্রমুখ।

এছাড়া একাডেমি কাউন্সিলের সম্পাদক সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক কামরুননাহার লিনা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)