‘তোমরা উচ্চ শিক্ষিত হয়ে এই প্রতিষ্ঠানের মান রাখবে’

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় আব্দুস সাত্তার আকন্দ ও আলতাফুন্নেছা শিক্ষা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত জনপ্রিয় বিদ্যাপীঠ জাহাঙ্গীর আলম গুড মর্নিং কেজি স্কুলে ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ফল প্রকাশ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শিশু শ্রেণী হতে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
ক্রেস্ট বিতরণ পূর্ব এক আলোচনা সভায় এটিএম রেজাউল করিম মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ (নান্নু)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েতুর রশিদ, শিক্ষাবিদ প্রফেসর মহেন্দ্রনাথ প্রমাণিক, নান কনস্ট্রাকশন সোসাইটির কনসালটেন্ট তাইফুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক এর উপ-শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলাম, ডাক্তার সুজন চন্দ্র রায়, শাহারুল ইসলাম। ২য় সাময়িক পরীক্ষায় শিশু থেকে ৫ম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
সম্মাননা পেয়ে এক অনুভূতিতে ওই প্রতিষ্ঠানের নার্সারির ছাত্রী মাইশা ও প্লে-শ্রেণীর ছাত্র অরণ্য কুমার রায়ের অভিভাবক জানান, এই স্কুলে থেকে আমাদের বাচ্চারা গুণগত মান-সম্পন্ন শিক্ষা গ্রহণ করছে এবং শিক্ষার্থীদের উজ্জীবিত করতে প্রতিবছরই খেলাধুলা সহ নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে আমরা দেখেছি। প্রধান অতিথি ও স্কুলের প্রতিষ্ঠাতা উপস্থিত খুদে শিক্ষার্থীদের স্নেহের সুরে ডেকে বলেন আমার দিকে তাকাও। সেই ডাক কানে পৌঁছামাত্রই খুদে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তাকিয়ে তিনার বক্তব্য শুনছিলেন।
প্রধান অতিথি বলেন, আমার জিবনে ইচ্ছে পুরনেই আমার বাবা-মার নামে ফাউন্ডেশন করে স্কুল পরিচালনা করছি। তিনি আরো বলেন, এই ফাউন্ডেশন দ্বারা শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, মৃত ব্যক্তিদের জন্য একটি কবরস্থানের জায়গা কেনা হয়েছে। সেখানে যেকেউ মৃত ব্যক্তিদের কবরস্থ করতে পারবেন।এসময় ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)