রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ৫ দিনব্যাপী আইজিএ ব্লক বাটিক প্রশিক্ষণ কের্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে নড়াইল জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং লোহাগড়া উপজেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা (অ.দা.) আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মহসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের, বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের সিনিয়র কর্মকর্তা তানজিন মাহমুদ, লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এর আগে বাংলাদেশ ওয়াশ প্রোজেক্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ৭৫ টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অসহায় দুঃস্থদের মাঝে ৬৫ টি টিউবওয়েল এবং ১০ টি ডিপটিবওয়েল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টিউবওয়েল অসহায় ও দুঃস্থদের হাতে তুলে দেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, নড়াইল জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, ওয়াশ ফাউন্ডেশন বাংলাদেশ গুলশান-১ আল খায়ের, মিডিয়া কর্মকর্তা কমলজিৎ পাল শাওন, স্থানীয় প্রতিনিধি নড়াইল স্বরুপ বিশ্বাস প্রমুখ।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)