দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়ারুকুর শেখের বিরুদ্ধে আনীত স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন। বক্তারা জানান, প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব শেখ একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

মানববন্ধনে মনিরুজ্জামান হেলাল শেখ বলেন ফতেপুর স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াকুব আলী শেখ একজন সৎ ও দায়িত্বশীল শিক্ষক এই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় মেম্বার আওয়ামী লীগের দশর রেজাউল করিম খান বাচ্চু মিথ্যা অভিযোগ করে তার মানানির চেষ্টা করেন। হেলাল অভিযোগ করে বলেন রেজাউল করিম খান বাচ্চু একটা বাচ্চা মেয়েকে শিখিয়ে দেন যে প্রধান শিক্ষক ইয়াকুব আলী আমাকে জড়িয়ে ধরেছে এ কথাটি বললে তার বিনিময়ে তোমাকে ১০০০০ টাকা দেওয়া হবে। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এই রেজাউল করিম খান বাচ্চুর উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরেক বক্তা মোসাম্মৎ পলি আক্তার বলেন, এই স্কুলের যে প্রধান শিক্ষক তিনি বিগত ৩০ বছর ধরে এই স্কুলে চাকরি করছেন। বিগত দিনে তার বিরুদ্ধে কোন খারাপ অপবাদ শুনি নাই। আমার দুটি বাচ্চা এই স্কুল থেকে লেখাপড়া শেষ করেছে। আজ তার বিরুদ্ধে আনিত এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানট। আমরা উক্ত মেম্বারের উপযুক্ত শাস্তি দাবি করছি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন বলেন, “একজন শিক্ষকের সম্মানহানির জন্য পরিকল্পিতভাবে এই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

এসময় এলাকাবাসী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রধান শিক্ষককে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৫)