ফরিদপুরে দুটি ইউনিয়নের বিন্যাসে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ

নগরকান্দা প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশে সাম্প্রতিক সিদ্ধান্তে দুটি ইউনিয়নের বিন্যাস পরিবর্তনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতা-কর্মীরা।দলটির কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বিবৃতিতে এ সিদ্ধান্তের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, আমাদের ফরিদপুরে ৪ আসনের জনগণ।একটু আগে নির্বাচন কমিশনার কর্তৃক একটি প্রজ্ঞাপনে দেখা গেল ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই দুই ইউনিয়ন আমাদের বিএনপির অধ্যুষিত এলাকা। এই দুটি ইউনিয়ন কি কারনে বিচ্ছিন্ন করা হয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমাদের স্পষ্ট বক্তব্য আসন দরকার হলে পাঁচটি করা হোক। সদরপুর এবং চরভদ্রাসন দরকার হলে আরেকটি আসন করা হোক। নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি। বুধবার কেউ কয়েক হাজার জনগণ নিয়ে প্রতিবাদ জানিয়েছি। আমরা অঙ্গীকার করছি আপনারা আমাদের পাশে থাকুন।
তিনি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এ ষড়যন্ত্রমূলক পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
(পিবি/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৫)