স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জেলা পরিষদ সদস্য অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক জরুরি অনলাইন ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ সভাপতিত্ব করেন এবং সদস্য জেসমিন আক্তার সঞ্চালনা করেন।

আলোচনায় বেশ কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল নিয়ম ভঙ্গ করে এককভাবে সিদ্ধান্ত নেন, সদস্যদের মতামত উপেক্ষা করেন এবং অসদাচরণে জড়িয়ে পড়েন। এতে সংগঠনের ভেতরে মতবিরোধ ও অবিশ্বাস তৈরি হয়।

অভিযোগের প্রেক্ষিতে সভাপতি মাহবুব রহমান স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে অন্যান্য সদস্যদের অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশ জেলা পরিষদ সদস্য অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এ সংগঠন প্রতিষ্ঠিত।

(জেজে/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৫)