কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে দুলাভাইয়ের বাড়িতে রিফাত (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নিহত রিফাত গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাটজয়নগর গ্রামের মুরাদ মোল্যার ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাশটি বোয়ালমারী স্বাস্থ্যকমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে নেয়। জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর রেলগেট সংলগ্ন ফরহাদ মোল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। রিফাত প্রায় এক সপ্তাহ আগে তার দুলাভাই ফরহাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহতের বড় বোন সুবর্ণা বেগম জানান, রিফাত মাদকাসক্ত ছিলেন। তিনি বলেন, “মাদক সেবনের টাকা না পেলে সে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে যেতো। সর্বশেষ আমার কাছে টাকা চাইলে আমি দিইনি। তখন সে আমাকে মারধর করতে উদ্যত হয়। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ গিয়ে দেখি রিফাত গলায় ফাঁস দিয়ে ঝুলছে। চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়, তবে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

ছোট বোন জানান, “আমরা দুই বোনের একমাত্র ভাই ছিল রিফাত। সে পেশায় একজন পিকআপ চালক ছিল। কী অভিমানে বা কেন সে মারা গেল—আমরা বুঝতে পারছি না।”

এ ঘটনার পর থেকেই দুলাভাই ফরহাদ মোল্যা আত্মগোপনে রয়েছেন। তার দেখা মেলেনি

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। ৫ সেপ্টেম্বর, শুক্রবার লাশটি ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

(কেএফ/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৫)