স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে ১-০ গোলে তারেক ফুটবল একাডেমি দিনাজপুরকে পরাজিত করে ফাইনালে পৌঁছালো সৈয়দপুর ফুটবল একাডেমি। 

প্রথম সেমিফাইনালে ৪-২ গোলে নীলফামারি ফুটবল একাডেমিকে পরাজিত করে টু-স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি ফাইনালে উঠেছে। দু’টি সেমিফাইনাল ম্যাচের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

মধ্যমাঠ পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোশিয়েশনের তালিকাভুক্ত রেফারি গোবিন্দ রায়। সহকারি পরিচালক হিসেবে ছিলেন রওশন কবির ও কৃষ্ণ চাকমা। ধারাভাষ্যে ছিলেন শহীদুল ইসলাম শুভ। প্রতিটি ম্যাচে উপস্থিত থাকছেন সোহানের বাবা আইনুল হক প্রধান।

৮টি দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের সভাপতিত্ব করছেন কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন জাহিদ হাসান জনি। ২০ টাকা মূল্যের টিকিট ক্রয় প্রতিটি ম্যাচে প্রায় কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন।

এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন খেলা হয়েছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে। যে ম্যাচে লড়াই হয়েছিল সুমন ফুটবল একাদশ বগুড়া বনাম নীলফামারী ফুটবল একাডেমি। অপ্রাপ্ত বয়স্করা ফ্রিতে খেলা উপভোগ করতে পেরে খুবই খুশি।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো ছিলো আহাদ ফুটবল একাডেমি জয়পুরহাট, টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, গাইবান্ধা খেলোয়াড় কল্যাণ সমিতি, সৈয়দপুর ফুটবল একাডেমি, সুমন ফুটবল একাদশ বগুড়া, নীলফামারী ফুটবল একাডেমি, শাপলা পাঠাগার ও সংঘ মাগুরা-পঞ্চগড় এবং তারেক ফুটবল একাডেমি দিনাজপুর।চূড়ান্ত ম্যাচের তারিখ পরে জানানো হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে টুস্টার বোদা উপজেলার ফুটবল একাডেমি বনাম সৈয়দপুর ফুটবল একাডেমি।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৫)