একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে, পাংশা থেকে প্রকাশিত, বহুল প্রচলিত, স্বনামধন্য ও পাঠক প্রিয় মোঃ রফিকুল ইসলাম রনজু সম্পাদিত, সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার গৌরব ও ঐতিহ্যের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাংশা উপজেলা প্রসক্লাবের আয়োজনে, ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সার্বিক তত্বাবধায়নে, সকল সদস্যের উপস্থিততে, আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা সার্কেল এর সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাপ্তাহিক পাংশা বার্তার প্রতিনিধি, এ‍্যাডভোকেট রাশেদুল হাসান খান, মোঃ নাজমুল হক মনি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ২৪ রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

(একে/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৫)