ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট আবুল বাশার আকন্দের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বর্ণাঢ্য র‌্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলপুর শহীদ মিনারে গিয়ে সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাস্টার, সদস্য আব্দুস সামাদ আকন্দ, সাবেক সদস্য নজরুল ইসলাম আর্মি, বওলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক বজলুর রহমান ফকির, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ সুমন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সহ-সভাপতি সৌরভ হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/এএস/সেপ্টেম্বর ০৬, ২০২৫)