নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমামের নাম মাওলানা আলী হোসেন (৫৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে নগরকান্দা উপজেলার ছাগলদি দক্ষিণপাড়া দরগা ভিটা জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

আজ শনিবার সকালে মসজিদের পাশে ইমাম সাহেবের একটি ঘরে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাওলানা আলী হোসেনকে আটক করে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,
এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যায় আলী হোসেন নামে এক ইমাম। বলাৎকার করার জন্য চেষ্টা করে তিনি। তার চিৎকার চেঁচামেচিতে পরে এলাকাবাসী ও ওই শিক্ষার্থীর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার কার্যক্রম চলমান রয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, শিক্ষার্থীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে ঘটনাটি ধামাচাপা দিতে ইমাম ভুক্তভোগীকে ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)