সালথায় আশ্রয়নকেন্দ্রে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার নটখোলা আশ্রয়ন কেন্দ্রে অন্তরা বেগম (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালের দিকে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ন কেন্দ্রে সরকারী ঘরে বসবাস করেন। শুক্রবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে জানান নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি।
সকালে অন্তরা আক্তার অসুস্থর কথা বলে তার স্বামী হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
এ বিষয়ে সরেজমিনে গেলে আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত ও আশপাশের বাসিন্দাদের জিজ্ঞাসা করলে কেউ মুখ খোলেনি। কিভাবে মারা গেলো তারা কেউ জানেন না।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়নকেন্দ্রে গৃহবধুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মুত্যুর কারণ জানার জন্য অন্তরার স্বামী মিরু শেখকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।
(এএন/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)