ঢাকা-বরিশাল মহাসড়ক
ডাসারে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমরান পরিবহণের যাত্রীবাহী একটি বাস। মাঝপথে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় আসে। এসময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)