তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুতায়িত হয়ে নারকেল গাছ থেকে পড়ে হৃদয় শেখ (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালের গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত হৃদয় শেখ মধুপুর গ্রামের মিকাইল শেখের ছেলে। সে দিন মজুরী করে জীবিকা নির্বাহ করত।

গোপালগঞ্জ সদর থানার এসআই ফয়জুর রহামান জানিয়েছেন, একই গ্রামের ফোরকান খানের নারকেল গাছের মাথা ঝুঁড়তে (পরিস্কার) হৃদয় শেখ নারকেল গাছে ওঠে।গাছের পাশেই ছিল বৈদ্যতিক লাইন।

নারকেল গাছ ঝুড়ার (পরিস্কার) সময় অসাবধানতা বসত হৃদয় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। পরে সে গাছ থেকে নিচে পড়ে যায়। সংকটজনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হৃদয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)