রাজন্য রুহানি, জামালপুর : “নারায়ে তাকবীর-আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসূলাল্লাহ (দঃ)” ধ্বনিতে মুখরিত হয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জামালপুর দরবার শরীফের আয়োজনে ধর্মীয় শান্তিপূর্ণ আনন্দ শুকরিয়া মিছিল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে শহরের পিটিআই হতে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ্ জামাল (রঃ) মাজার শরীফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় জশনে জুলুসের মিছিলটি। এতে জেলার বিভিন্ন দরবার শরীফসহ নবীপ্রেমে উজ্জীবিত মুসলমানরা অংশগ্রহণ করেন। জশনে জুলুসে সারা শহরের ঢল নামে ধর্মপ্রাণ মানুষের।

জামালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও গদ্দীনশীন শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা নূরুল ইসলাম জামালপুরী মাইজভান্ডারী (মা.জি.আ) (বি এ অনার্স, এম. এ) এর একমাত্র পুত্র জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা. জি.আ.) মাইজভান্ডারী ধর্নমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলের নেতৃত্ব দেন।

মিছিল শেষে জামালপুর দরবার শরীফের একমাত্র সাহেবজাদা হযরত মাওলানা রওনকুল ইসলাম (মা.জি. আ.) মাইজভান্ডারী দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে বক্তব্য রাখেন ও দোয়া প্রার্থনা করেন। এর আগে বক্তব্য দেন কুটামনি এলাকার খাজায়েনে দরবার শরীফের পীরসাহেব খাজা শাহ্ মো. রেজাউল হক রেজা শাহ্।

এ সময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেসিসিআই'র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, মো. মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জশনে জুলুছে ঈদ-ই-মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে অনুষ্ঠিত র্ধমীয় শান্তিপূর্ণ আনন্দ ও শুকরিয়া মিছিলে নান্দিনার হযরত খাজা ইউনুছিয়া পাক দরবার শরীফ, কুটামনির খাজায়েনে দরবার শরীফসহ বিভিন্ন দরবার শরীফের আশেকান-জাকেরানসহ ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃর্স্ফূতভাবে অংশগ্রহণ করে নবীপ্রেমে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)