সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের একটি কমানোসহ তিনটি আসনের সীমানা সম্পূর্ন পাল্টে দেয়ার প্রতিবাদে জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি ৩ দিনের কমপ্লিট শাটডাউনসহ রবিবার থেকে পাঁচদিনের লাগাতর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। লাগাতর এই কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার জেলা উপজেলায় বিক্ষোভ, সোমবার পূর্ণদিবস মোংলা বন্দরসহ জেলাব্যাপী কমপ্লিট শাটডাউন, মঙ্গলবার জেলা উপজেলায় বিক্ষোভ, বুধ ও বৃহস্পতিবার দুইদিন লাগাতর কমপ্লিট শাটডাউন পালন। 

বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহবায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম ও সদস্য সচিব জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মুহম্মদ ইউনুস এসব কর্মসূচি ঘোষণা দিয়েছেন। পাঁচদিনের লাগাতর এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ মিছিলসহ পথসভা করেছে।

নির্বাচন কমিশনের গেজেটে বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি সংসদীয় আসন কমানোর পাশাপাশি বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) থেকে ফকিরহাট উপজেলাকে কেটে দিয়ে বাগেরহাট-২ আসনের সাথে বাগেরহাট সদর উপজেলাকে বাগেরহাট- ১ আসনের সাথে।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) আসন থেকে বাগেরহাট সদর, কচুয়াকে বাদ দিয়ে ফকিরহাট- রামপাল ও মোংলা উপজেলাকে নিয়ে বাগেরহাট- ২ আসন ও বাগেরহাট-৩ (মোরেলগঞ্জ ও শরণখোলা ও মোংলা) আসন থেকে মোংলাকে বাদ দিয়ে কচুয়া উপজেলাকে সংযুক্ত করে বাগেরহাট- ৩ আসন গঠন করেছে। ইসির এমন সিদ্ধান্তের পর বাগেরহাট জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের সমন্বয় ঐক্য পরিষদ পাঁচদিনের কঠোর এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)