বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর রওশন কবির। গত শনিবার (৬ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিক ভাবে এই থানার দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে তিনি বিভিন্ন থানায় সাফল্যের সহিত কর্মময় জীবনে দ্বায়িত্ব পালন করেছেন। নয়া ওসি রওশন কবির বদলি জনিত কারণে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে যোগদন করার পর তাকে সোনাতলা থানার দ্বায়িত্ব দেয়া হয়। তিনি এ থানায় যোগদানের আগে ঢাকার শিল্পাঞ্চল থানায় সাফল্যের সাথে অর্পিত দ্বায়িত্ব পালন করেছেন। আগের ওসি মিলাদুন-নবী বদলি জনিত কারণে বগুড়া জেলা পুলিশে যোগদান করেন। একান্ত আলাপচারিতায় ওসি রওশন কবির এ থানায় কর্মময় জীবনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)