সুবর্ণচরে চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে স্বেচ্ছাসেবক দল চরক্লার্ক ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে চরক্লার্ক ইউনিয়নের লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয় মাঠে কর্মি সম্মেলনের আয়োজন করে ৩ নং চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
সুবর্ণচর উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলামের সভাপতিত্বে এবং
সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেলিম চৌধুরী, উপজেলা যুগ্ন আহবাক সারোয়ারর্দীসহ উপজেলা ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তারা নতুন কমিটিতে ত্যাগী, নির্যাতিত কারা বরণকারী এবং মামলা হামলার শিকার হওয়া নেতাদের দায়ীত্ব দেয়ার অনুরোধ জানান। চরক্লার্ক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুব শিগ্রই কমিটি অনুমোদন দেয়ার আশ্বাস দেন সিনিয়র নেতারা।
(এস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)