যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি জিয়েলতলা যুবসমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে বুড়িহাটি জিয়েলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাসানপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-এর জীবনাদর্শ ও দ্বীনি চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা মানবতার মুক্তি ও এলাকাবাসীর মধ্যে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে কুরআন-হাদিস থেকে আলোচনা করেন জিয়েলতলা বাজার মসজিদের ইমাম মো. ইমরান হোসেন, বুড়িহাটি দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মো. আব্দুল সালামসহ অন্যান্য আলেমগণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়েলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, কেশবপুর উপজেলা শিক্ষা ঐক্য জোটের সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান, দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান সরদার, ইবাদুল হোসেন, হারুন, রফিকুল ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

(এসএ/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)