সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণ, চাকরিচ্যুত ও বরখাস্তকৃতদের পুনর্বহালসহ চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছে বাগেরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি শুরু করে বাগেরহাট সদরের পোলঘাটস্থ সমিতির জেলা কার্যালয়ের বিভিন্ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা। অফিসের কক্ষ ও চেয়ার ফাকা থাকতে দেখা যায়। কর্মবিরতির ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা নিতে আসা গ্রাহকরা।
বিদ্যুৎ বিল সংক্রান্ত জরুরী বিষয়ে সেবা নিতে আসা রুহুল আমিন বলেন, সকালে এসে দেখি কোনো লোকজন নেই। এখন ফিরে যাচ্ছি। আমার মতো আরও অনেকেই সেবা নিতে এসে ফিরে গেছে।

কর্মবিরতির বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শুশান্ত রায় বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটির আবেদন দিয়ে বাড়ী চলে গেছেন। সারাদেশে এভাবে চার দফা দাবিতে কর্মবিরতি পালন কর্মকর্তা-কর্মচারীরা।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)