রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে সাংবাদিক ও নারীসহ কমপক্ষে ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্থানীয় একাধিক প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

গতকাল শনিবার থেকে উপজেলা চৌরাস্তা এলাকায় ঘোড়াটি যাকে দেখে তাকেই আক্রমণ করতে তেড়ে আসে এবং প্রতিরোধ না করতে পারলে কামড় বসিয়ে দেয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

আজ রবিবার সকালে বোয়ালমারী উপজেলার পরিচিত মুখ- কবি, সাহিত্যিক ও সাংবাদিক কাজী হাসান ফিরোজ (৬০) ওই ঘোড়াটির আক্রমণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হলে পাগলা ঘোড়ার কামড়ের ঘটনাটি গণমাধ্যমের আলোচনায় উঠে আসে।

কবি কাজী হাসান ফিরোজ শিল্প সাহিত্য চর্চার পাশাপাশি জাতীয় দৈনিক- 'বাংলা ৭১' ও অনলাইন নিউজ পোর্টাল- 'উত্তরাধিকার ৭১ নিউজ'-এ কাজ করেন। এছাড়া 'চন্দনা' নামে একটি স্থানীয় সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করেন তিনি।

স্থানীয় আহতদের মধ্যে নাম পাওয়া গেছে তারা হলেন- কবি কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মোহম্মদ সিদ্দিক (৪৫), শহিদুল ইসলাম (২৫), মনিরা বেগম (৩৬), আলেয়া বেগম (৩৪)। এছাড়া আরও অনেকেই আক্রান্ত হয়েেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ঘোড়ার কামড়ে মারাত্মক আহত গণমাধ্যমকর্মী কবি কাজী হাসান ফিরোজ উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সকালে হাঁটার জন্য মোটরসাইকেলযোগে রেলস্টেশনে যাচ্ছিলাম। মাঝপথে চৌরাস্তায় পৌঁছালে একটি পাগলা ঘোড়া দৌড়ে এসে হঠাৎ আমার কোমরে কামড় দেয়। আমি মোটরসাইকেল সহ মাটিতে পড়ে যাই। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে এখন বাড়িতে আছি। তবে আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব করছি। আজ (রবিবার) সকালে তিনি সহ আরও ৫ জন পাগলা ঘোড়ার আক্রমণের শিকার হয়েছেন বলেও জানান সাংবাদিক কাজী হাসান ফিরোজ।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীকে অবগত করলে তিনি বলেন, 'ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ঘোড়াটি আমরা আটকিয়ে রেখেছি। ঘোড়াটি কার, তা শনাক্তের চেষ্টা চলছে।'

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মোর্শেদ আলম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, সকালে ঘোড়ার কামড়ে আহত বেশ কয়েকজন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের ব্যথানাশক ওষুধ ও ইনজেকশন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড় দিয়েছে। যার কারণে ঘোড়াটি এমন আচরণ কর থাকতে পারে।'

তবে, রবিবার বিকেলে এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত ঘোড়ার মালিকের সন্ধান পাওয়া যায়নি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)