মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও আগুনের ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। 

গত দু’দিন ধরেই মাজার প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লালন শা‌হর আখড়া বা‌ড়ির খাদেম বলেন, বিভিন্ন মাজরে এই ধরনে আক্রমন হচ্ছে, আমারা এই আক্রমন চাইনা। এই ধরনের নেক্কার জনক ঘটনা যেন আর না ঘটে সরকারের কাছে এই আবেদন।

দায়িত্বে থাকা পুলিশের এএসআই জাকির হোসেন বলেন, “পাশের এলাকায় একটি সমস্যার কারণে এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পালাক্রমে ২০ জন পুলিশ সদস্য দুই দিন ধরে এখানে দায়িত্ব পালন করছে।”

এ বিষয়ে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মো. মিজানুর রহমান বলেন, কিছু কারণে লালন মাজারে বাড়‌তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)