নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল নাতীর

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নির্মাণাধীন কলেজ এর মাঠ থেকে মাটি কেটে ভবনের মেঝেতে মাটি ভরাটের কারণে সৃষ্ট ডোবার পানিতে ডুবে আরহাম হাওলাদার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আরহাম তার নানা বাড়িতে বেড়াতে এসে খেলতে গিয়ের ই ডোবার পানিতে ডুবে মারা গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর এলাকার হোমিওপ্যাথিক কলেজের সামনে। মৃত আরহাম উজিরপুর উপজেলা সদরের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন বাড়ির বাসিন্দা সজীব হাওলাদারের ছেলে।
উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা সৌরভ ডাক্তার জানিয়েছেন, শুক্রবার তার নাতী তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে পরিবারের সবার অজান্তে খেলতে গৌরনদী হোমিওপ্যাথিক কলেজের পাশের ওই ডোবার পানিতে পরে আরহাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্বজনরা ডোবার পানি থেকে আরহামকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)