শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
-Wheel-Chair-News-(07-09-2025).jpg)
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যাণয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৪/২৫ অর্থবছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ প্রকল্পের আওতায় ৬ জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী রবিউল ইসলাম, আব্দুল হামিদ, শমসের আলী, লুৎফুন্নেছা কাকলী প্রমুখ উপস্থিত ছিলেন।
(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৫)