রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে এলাকায় মৎস্য শিকারের সময় ৩টি ডিঙ্গি নৌকা, ৩টি জাল ও ৬টি বৈঠা জব্দ ও ২ জন জেলেকে আটক করেছে সাতক্ষীরা স্মার্ট টিম-১ এর সদস্যরা। রবিবার (৭ সেপ্টেম্বর) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের দোবেকি মুক্ত বাংলা অভয়ারণ্য খাল থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের নওশের গাজীর ছেলে নওয়াব আলী (৫০) ও খুলনার কয়রা থানার মহারাজপুর গ্রামের আবু তালেব গাজীর ছেলে আবুল কাশেম (৫৫)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত দোবেকি অভয়ারণ্য এলাকায় মাছ শিকারকালে তাদের আটক করে স্মার্ট টিম। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৫)