তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আতিক ফয়সাল তার সার্টিফিকেট উত্তোলনের কাগজপত্র প্রোক্টর আটকে রেখেছেন বলে অভিযোগ করেছেন।

তিনি আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

ওই শিক্ষার্থী সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮-১৯ সেশনে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার প্রমান নেই। কখনো শাস্তির সম্মুখীন হইনি। সম্প্রতি বি.ফার্ম আনার্স সম্পন্ন করেছি। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত। আমার অনার্স সার্টিফিকেট তোলার জন্য আবেদন করি। আবেদন ফরম সহ আনুসঙ্গিক কাগজপত্র প্রোক্টর আরিফুজ্জামান রাজিব আটকে রেখেছেন। দ্রুত আমার সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন ফরম সহ প্রয়োজনীয সব কাগজ ছাড় করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে প্রোক্টর আরিফুজ্জামান রাজিবকে ফোন করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ওই শিক্ষার্থী ছোট অভিযোগ করেছে। কিন্তু ঘটনা অনেক বড়। তাই ফোনে সব বলা সম্ভব হচ্ছেনা । তিনি স্বাক্ষাতে বিস্তারিত বলবেন বলে এ প্রতিবেদকে জানান।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০২৫)