দরবারে হামলার সময় ভক্তকে পিটিয়ে হত্যা, ৪ হাজার জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে রাসেল মোল্লা (২৮) নামে এক ভক্তকে পিটিয়ে হত্যা করার ঘটনায় ৪ হাজার জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব।তিনি জানান গত সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।সে ছোট বেলা থেকেই নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন তার ভক্ত রাসেল। শুক্রবার দরবারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে তার ওপর হামলা করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাসেলের মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার দায়ের একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৩ আগস্ট (শনিবার) বাধ্যক্যজনিত কারণে মারা যায় নুরাল পাগল। ওইদিন রাতে দরবারের ভেতরে বেদির ওপর ১২ ফুট উঁচু করে দাফন করা হয়। 'শরিয়তবিরোধী কবর' দেওয়ার অভিযোগ তুলে গত শুক্রবার জুমার নামাজের পর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালায় তৌহিদি জনতা। এ সময় সংঘর্ষে রাসেল মোল্লা নামে নুরুল পাগলের এক ভক্ত নিহত এবং বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা একপর্যায়ে নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে এনে মহাসড়কের উপর পুড়িয়ে দেয়।পরে নুরুল পাগলের বাড়িতে লুটপাট চালায়।
(একে/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৫)