চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে সাপের কামড়ে শিকদার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার বিকেলে ৫টায় উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মহসিন আলীর ছেলে। এরআগে শিশুটিকে সাপে কাটার পর স্থানীয় ওঝার কাছে নিয়ে যান স্বজনরা। সন্ধ্যার পর হাসাপাতালে নিয়ে আসার সময় মারা যায় শিশুটি।

জানা গেছে, বাড়ির পাশের একটি বাগানে সোমবার বিকেলে সমবয়সীদের সাথে ক্রিকেট খেলছিল শিকদার হোসেন নামের ওই শিশুটি। এ সময় বল আনতে জঙ্গলের মধ্যে গেলে শিশুটির পায়ে সাপে দংশন করে । পরে পরিবারের লোকজন জানতে পেরে শিশুটিকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন ওই ওঝা। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সন্ধ্যা ৭টার দিকে পথেই মারা যান শিকদার হোসেন নামের ওই শিশুটি।

চাটমোহর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার আহমেদ সোহাগ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। হাসপাতালে সাপে কাটার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে আছে। অথচ ওঝার কাছে নিয়ে যাওয়ার কারণে অকালে প্রাণ গেল শিশুটির। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৫)