ভৈরব নদের অবৈধ দখলদার উচ্ছেদসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি : ভৈরব নদকে দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'ভৈরব নদ সংস্কার আন্দোলন'। আজ মঙ্গলবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভৈরব নদ ও অন্যান্য নদীর অবৈধ দখলদার উচ্ছেদ, নদী দূষণ বন্ধ, নৌ চলাচলের উপযোগী সেতু নির্মাণ এবং নোয়াপাড়া নদী বন্দর সচল করাসহ মোট ৬ দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, ভৈরব নদসহ সকল নদীর অবৈধ দখলদার এবং নদীর সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। হাসপাতাল, ক্লিনিক, বাজার ও বাড়ির বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংযোগ নদী থেকে বিচ্ছিন্ন করতে হবে। নদীর ওপরের সংকীর্ণ সেতুগুলো অপসারণ করে বিআইডব্লিউটিএ'র অনুমোদিত ও নৌ চলাচলের উপযোগী সেতু নির্মাণ করতে হবে। এলজিইডি কর্তৃক পুনঃনির্মাণাধীন সেতুগুলোর কাজ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত শেষ করতে হবে এবং অস্থায়ী সেতুগুলোর মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে দিতে হবে। নোয়াপাড়া নদী বন্দরকে সচল রাখতে উজানে দ্রুত নদী সংযোগ দিতে হবে এবং কচুয়া ইউনিয়নে ভৈরবের ১১ কিলোমিটার অবৈধ দখলমুক্ত অংশকে ইকোপার্ক হিসেবে ঘোষণা করতে হবে।
দাবি আদায়ের জন্য আগামীতে কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ২৪ সেপ্টেম্বর এলজিইডি দফতরে স্মারকলিপি প্রদান এবং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যশোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তসলিম উর রহমান, নাজিম উদ্দিন, হাচিনুর রহমান, শওকত আলী খান প্রমুখ।
(এসএ/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৫)