বোয়ালমারীতে রেলওয়ের গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাসুদ শেখ (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভীমপুর গ্রামে ঘোড়াখালী রেলগেট সংলগ্ন এলাকায় রেলওয়ের গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরদিন বুধবার বেলা ১১টার দিকে পুলিশ নিহত মাসুদের লাশ উদ্ধার করে থানায় নেয়।
নিহতের স্ত্রী সাবিনা বেগম বলেন, “গত রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়। কোথায় গিয়েছিল জানি না। সকালে স্থানীয়রা খবর দেয় গাছের নিচে চাপা পড়ে সে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ঘোড়াখালী রেলগেট এলাকায় রেলওয়ের বিভিন্ন গাছ রাতের আঁধারে চোরচক্র কেটে নিয়ে যাচ্ছে। এসবের পেছনে বড় একটি চক্র রয়েছে, যারা শ্রমিকদের ব্যবহার করে অপকর্ম চালাচ্ছে। মাসুদ শেখ মারা না গিয়ে আহত অবস্থায় বেঁচে থাকলে হয়তো চোর চক্রের সন্ধান মিলত।
ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমরান হোসেন নবাব বলেন, “গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রকৃতপক্ষে শ্রমিকরা পেটের দায়ে কাজ করে, কিন্তু কারা তাদের দিয়ে এসব করাচ্ছে তা খুঁজে বের করা জরুরি। একজন শ্রমিক মারা না গেলে হয়তো ঘটনাটি প্রকাশও হতো না।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।”
(কেএইচএফ/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৫)