রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার মথূরাপুর বাইপাস মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিম হোসেন যশোর পৌরসভার বাসিন্দা।

সদর থানার ওসি সামিনুল হক জানান,মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)