উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরে জেলা প্রশাসকের নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী একদিন সবুজ রংয়ের, আরেকদিন লাল রংয়ের সিএনজি ও অটোবাইক চলাচল করার সিদ্ধান্তকে না মেনে বিভিন্ন চালকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। 

আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা থাকলেও তা মানতে অস্বীকৃতি জানায় চালকরা। তারই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে চাঁদপুর-রায়পুর সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ শহরের বিভিন্নস্থানে চালকেরা বিক্ষোভ মিছিল বের করে এবং পরে সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যাত্রী সাধারণরা চরম ভোগান্তিতে পড়ে। অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে চলে যান।

চালকদের অভিযোগ, রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল ব্যবস্থা তাদের জীবিকা ব্যাহত করবে এবং যাত্রী সেবায়ও সমস্যা তৈরি করবে। অন্যদিকে প্রশাসনের দাবি, যানজট ও বিশৃঙ্খলা কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)