ফরিদপুরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে তোরণ স্থাপন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ৩৬ জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি তোরণ স্থাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার থেকে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে তোরণ নির্মাণের কাজ শুরু হয় এবং আজ বুধবার তা সম্পন্ন হয়। শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের অন্যান্য স্থানের মতো ফরিদপুরেও এ উদ্যোগ নেওয়া হয়।
ফরিদপুরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন তামিম শিকদার, সিরাজুল বেপারী, জান শরীফ মিঠু, আব্দুল আহাদ, শামসু মোল্লা, খালিদ হোসেন সাইফুল ও কামরুল ইসলাম সেতু। তাঁদের স্মরণে স্থাপিত তোরণের গায়ে বিভিন্ন স্লোগানও সংযোজন করা হয়েছে।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)