দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ভাঙ্গায় চলছে সড়ক অবরোধ। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ বুধবার সকাল থেকে অবরোধে অংশ নেয় আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। পাশাপাশি ভাঙ্গার পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষও এ কর্মসূচিতে যোগ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলগী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন বিল্লাল মাতুব্বর। তিনি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আন্দোলনকারীরা জানান, “এটি শুধু ভিটেমাটি রক্ষার আন্দোলন নয়, বরং অস্তিত্বের লড়াই, জীবন-মরণের লড়াই। আমরা ভাঙ্গার সঙ্গেই থাকতে চাই।”

আন্দোলনকারীরা বলেন বলেন, “যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিচ্ছি। দাবি একটাই—গেজেট বাতিল করে আমাদের ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, উপজেলা চত্বর ঘেরাওয়ের হুমকির কারণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। ভাঙ্গার সব রুটেই অবরোধ চলছে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, “একটি স্বার্থান্বেষী মহল আন্দোলনকারীদের নামে উপজেলা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছিল। এজন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে গেজেট বাতিলের বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি।”

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন গঠিত ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে; আর ফরিদপুর-২ আসন গঠিত নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট অনুযায়ী দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। ওই গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)