বাগেরহাটে কিশোরী মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার
.jpg)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী নিজ মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে বাবা নছিমন চালক আল মাহমুদ শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মেয়ে থানায় মামলা দায়েরর পরপরই অভিযান চালিয়ে আল মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজজাক মীর এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ীতে বাবা নছিমন চালক আল মাহমুদ শেখ স্থানীয় মাদরাসায় নবম শ্রেনীতে পড়ুয়া নিজ মেয়েকে শরীর ম্যাসেস করার জন্য ঘরের মধ্যে ডেকে নেয়। শরীর ম্যাসেস করার এক পর্যায়ে মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। মেয়েটির মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছে। এ ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল। এ ঘটনায় পর বুধবার সকালে ভিকটিম নিজ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবাকে আসামী করে মামলা দায়ের করে। মামলার পরপরই অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে ধর্ষক আল মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়। হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দী গ্রহণের জন্য তাকে বাগেরহাটে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
(এস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)