রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

আজ বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মুনছুর আহম্মেদ ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

৭ সদস্য বিশিষ্ট নবগঠিত লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কাশেম, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিম হোসেন, সদস্য সচিব হিসাবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন।

এছাড়া আহবায়ক কমিটিতে সন্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মৃধা, বীর মুক্তিযোদ্ধা শেখ গোলাম সরোয়ার।

এদিকে নবগঠিত লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটি গঠন করার পর থেকে লোহাগড়া উপজেলার মুক্তিযোদ্ধারা নব উদ্যমে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)