আর্থিক সহায়তা পেল গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অস্বচ্ছলদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কনফারেন্স ও অনুষ্ঠান আয়োজনে এসব শিক্ষার্থীকে ৯৬ হাজার টাকা প্রদান করা হয়।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। শিক্ষকরাও একাডেমিক পরিবেশ বজায় রাখতে কাজ করবেন বলে প্রত্যাশা রাখি। শিক্ষার্থীরা কী চায়, তা আমাদের বুঝতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নতুন কিছু করতে চাই, সেকারণে সবার সহযোগিতা প্রয়োজন।
ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের সভাপতিগণ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৫)