কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় নারী ও কন্যা শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তাই বৃক্ষ রোপণ করে সবুজ ও পরিবেশ বান্ধব জনপদ গড়ে তুলতে পটুয়াখালীর কলাপাড়ায় স্কুলগামী কন্যা শিশুদের মধ্যে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার কলাপাড়ার উত্তর চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে “গ্লোবাল ক্লাইমেট একশন সপ্তাহ” উপলক্ষে একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় ও আভাস'র আয়োজনে গালর্স সাপোর্টার প্রকল্প এ গাছের চারা বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে ১৯ টি বিদ্যালয়ের ২০০ কন্যা শিশুর হতে এ গাছের চারা তুলে দেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস।


এর আগে আভাস’র প্রোজেক্ট ম্যানেজার মনিরুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ নিধণ বন্ধ হোক, সবুজ বনায়ন তৈরি করা হোক এ দাবি করে শিক্ষার্থীরা মানববন্ধন করে। এতে চম্পাপুর শত শত গ্রামবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে জলবায়ু সুবিচার নিশ্চিতে গাছের চারা হাতে নিয়ে কন্যা শিশুরা শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আভাস’র প্রোজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম জানান, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে কলাপাড়া সংরক্ষিত বনাঞ্চলগুলো ধ্বংস ও উজাড় হচ্ছে। এ কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কলাপাড়ার কন্যা শিশুরা স্বাস্থ্যগত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামীর নিশ্চিত ভবিষ্যৎ বিনির্মাণে তাই সবুজ বনায়নের বিকল্প নেই। শিক্ষাজীবনে শিশুদের বৃক্ষরোপণের প্রতি আগ্রহ তৈরি করতে তাদের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।

(এমকেআই/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৫)