যশোরে গাঁজাসহ নারী আটক, স্বামী পলাতক

যশোর প্রতিনিধি : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযানে ২ কেজি গাঁজাসহ সুমি খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা করেছে।
গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় আটক সুমি খাতুনের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী রফিকুল ইসলাম (৪১) কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে সুমি খাতুন ও তার পলাতক স্বামী রফিকুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটককৃত সুমি খাতুনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
(এসএ/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৫)