মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। 

১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৯ টায় উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ রিয়াজুল মাওলা চৌধুরী।

যুবদল নেতা দাউদের সঞ্চালনায় ও রিয়াজুল মাওলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চরজব্বর থানার এস আই শরিফুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ছানা উল্যাহ, যুবদল নেতা ফয়সাল, দেলোয়ার, ছাত্র নেতা ইয়াছিন আরাফাত প্রমূখ।

১ নং চরজব্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডকে সম্পর্ণরুপে মাদক মুক্ত করতে এলাকার যুব সমাজকে নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করার ইউপি সদস্য রিয়াজুল মাওলা।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৫)