বাড়িতে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকালে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের হাজরাপাড়া গ্রামে হাসিনা মঞ্জিলে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
ব্যবসায়ী খন্দকার কামরুজ্জামানের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘আমার ডায়াবেটিস। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করি। শুক্রবার হাঁটাহাঁটি শেষ করে ফিরে এসে দেখি আমার স্বামী রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছেন। পরে আমাকে বলেন মিরাজসহ কয়েকজন এসে সব নিয়ে গেছে। আমি উঠতেই আমাকে হাতুরী দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে তারা।’
তিনি বলেন, ‘ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্নাংলকার ও নগদ টাকা নিয়ে গেছে হামলাকারীরা। পরে কামরুজ্জামানকে প্রথমে পাংশা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার সংবাদ পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও আলামত সংগ্রহ করেছে।’
স্থানীরা এ ঘটনার বিচার চেয়ে তিনি আরও বলেন, ‘দিনের আলোয় এমন ঘটনা আমাদের এলাকায় আগে কখনো ঘটেনি। আমরা এর বিচার চাই।’
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এটা ডাকাতি না, তবে মারামারির ঘটনা হয়েছে। টাকা ও স্বর্ণালংকার নিয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(একে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৫)