একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার গত শুক্রবার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

জানা গেছে, উপজেলার গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয়বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির, শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির, দৌলতদিয়া বাজার মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক সকলকে—ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করার জন্য আহবান জানান। তিনি বলেন, সবার ঐকান্তিক সহযোগিতায় এবারের শারদীয় দুর্গাপূজা হয়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময়।

এসময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)