ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদার দুই লাখ টাকা না পেয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহবায়ক ও তার সহযোগিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার বাদি ভূক্তভোগী ব্যবসায়ী বারেক মল্লিক বরিশালের গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেছেন।
ঝালকাঠির নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্থানীয় বারেক মল্লিকের ছেলে জামাল হোসেন মল্লিক মামলার এজাহারে উল্লেখ করেন, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি ও রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার আলী জুলহাসসহ তাদের অন্যান্য সহযোগিরা দীর্ঘদিন থেকে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো।
তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত পহেলা সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে আটটার দিকে ছাত্রদল নেতার নেতৃত্বে তার সহযোগিরা বাদির ব্যবসা প্রতিষ্ঠান মল্লিক ভ্যারাইটিস স্টোরের সামনে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে চাঁদার টাকার জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে আসামিরা বাদিকে এলোপাথারীভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন। পরবর্তীতে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরসহ দোকানের মালামাল তছনছ করে ক্যাশ বাক্সে রাখা এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
জামাল মল্লিক অভিযোগ করে বলেন, খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা আতঙ্ক সৃষ্টির জন্য দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করেন। এরপূর্বে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে তাকে (জামাল) প্রাণনাশের হুমকি প্রদর্শন করা হয়। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ভূক্তভোগী জামাল হোসেন মল্লিক বাদি হয়ে দ্রুত বিচার আইনে অভিযুক্ত নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনিসহ তার সহযোগিদের বিরুদ্ধে ঝালকাঠী বিজ্ঞ দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেছেন।
তবে মামলায় আনীত সকল অভিযোগ পুরোপুরি অস্বীকার করে নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুল ইসলাম রনি বলেন, এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নেই। আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজনে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে হয়রানী করার উদ্দেশ্যে মামলায় আসামি করেছেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)