দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা ও মহানগর শাখা।

আজ শনিবার শহরের কমলাপুরে ময়েজ মনজিলে তাঁর বাসভবনে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক বিকাশ মজুমদার, সদস্য সচিব অয়ন সাহা, যুগ্ম আহ্বায়ক কুশল চক্রবর্তী দ্বীপ, পলাশ সরকার, সুজন বিশ্বাস, মহানগর কমিটির আহ্বায়ক সাগরিকা ভদ্র, সদস্য সচিব রঞ্জিত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়ের সময় নেতৃবৃন্দ চৌধুরী নায়াব ইউসুফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)