ফরিদপুরে অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সমর্থনে লিফলেট বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সমর্থনে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত এ কর্মসূচি চলে।
কর্মসূচিতে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সহ-সভাপতি মুন্সী মোহাম্মদ মাসুদুর রহমান লিমন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী কামরুল, সাইদুর রহমান চুন্নু, মেহেদী হাসান ফারুক, আব্দুল মান্নান মানা, মোহাম্মদ আরফিন শেখ, মোহাম্মদ কুরবান খান, হেমায়েত হোসেন সেলিম, মোহাম্মদ মতিন উর রহমান, মোঃ সুজন হোসেন, মোঃ সোহেল, ফরিদুল ইসলাম ফরিদ, মোহাম্মদ জাকির হোসেন, মমতাজ বেগম, সূফিয়া পারভীন ও শাহেদা বেগমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
এ সময় নেতৃবৃন্দ অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সমর্থনে স্লোগান দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)