স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইবেকারে। এতে ৫-৪ গোলে সৈয়দপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি ও টুর্নামেন্টে সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত চূড়ান্ত ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনিছুর রহমান প্রধান, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান। সোহানের বাবা পঞ্চগড় সদর উপজেলার কৃষক দলের সভাপতি মোঃ আইনুল হোসেন প্রধান। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোজাহার আলী।

১৩ সেপ্টেম্বর বিকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিলো লোকারণ্যে। মধ্যমাঠ পরিচালনা করে বাংলাদেশ রেফারি এসোসিয়েশনের তালিকাভুক্ত রেফারি তরিকুল ইসলাম (টি আই) সামী। সহকারি পরিচালক হিসেবে ছিলেন ফরহাদ হোসেন চৌধুরী ও ব্রজেন রায়। ধারাভাষ্যে ছিলেন শহীদুল ইসলাম শুভ।

টুর্নামেন্টের আহ্বায়ক জাহিদ হাসান জনি বলেন, 'আমাদের আয়োজিত সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি সহযোগিতায় আমরা মুগ্ধ। মানুষের সহযোগিতা পেলে আমরা প্রতিবছর টুর্নামেন্টের আয়োজন করবো।'

টুস্টার বোদা উপজেলা ফুটবল একাডেমির টীম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সাজু এবং প্রশিক্ষক মোফাজ্জল হোসেন বিপুল উভয়ে বলেন 'খেলা দর্শকদের জন্য, আমরা মুগ্ধ হয়েছি এই মাঠের আয়োজক এবং দর্শকদের আন্তরিকতায়।

(আরএআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৫)