ভাঙ্গায় আবার শুরু লাগাতার অবরোধ
.jpg)
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : শুক্র-শনি দু'দিন বিরতি'র পর রবিবার সকাল সাতটা থেকে বৃহত্তর পরিসরে মাঠে নামছে ভাঙ্গা উপজেলার জনগণ। এতে ভাঙ্গা পৌরসভাসহ অখণ্ড ভাঙ্গার ১২টি ইউনিয়নের আপামর ছাত্র-জনতা অংশগ্রহণ করার কথা রয়েছে। যদিও গত বুধ ও বৃহস্পতিবার থেকে আলগী ও হামিরদি ইউনিয়নবাসীর সাথে একাত্মতা প্রকাশ করে উল্লেখিত প্রায় সব ইউনিয়নের জনতা ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেছিলেন, তবে তা ছিলো বিচ্ছিন্নভাবে অংশগ্রহণ এবং তাঁরা সংখ্যাও ছিলেন কম।
রবিবার পুর্ব ঘোষণা নিয়েই আলগী ও হামিরদি ইউনিয়নবাসীর সাথে এবার অবরোধ নামবে সমগ্র ভাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার জনগণ। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা বিএনপি'র সভাপতি সেলিম খন্দকার উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'ভাঙ্গা'র এক চুল মাটি অন্য কোনো আসনের সাথে দেওয়ার সিদ্ধান্ত কিছুতেই মানবে না ভাঙ্গা উপজেলার জনগণ। অবশ্যই ভাঙ্গা থেকে কেড়ে নেওয়া দুই ইউনিয়ন ভাঙ্গাকে ফিরিয়ে দিতে হবে। তা না হলে ভাঙ্গার সমস্ত জনগোষ্ঠী চলমান লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত রাখাসহ আরও কঠোর আন্দোলনে যেতে পারে। তিনি আরও জানান, শুধু ভাঙ্গার দুই ইউনিয়ন ফিরিয়ে দেওয়া নয়, ফরিদপুরের আসন সংখ্যা বাড়িয়ে আমাদের এ উপজেলার জন্য আগের মতো একটি আলাদা স্বতন্ত্র আসন (ফরিদপুর-৫) হিসেবে পুনরায় রুপান্তর করতে হবে। অন্যথায়, দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে রাজধানী ঢাকা থেকে অনির্দিষ্টকালের জন্য বিচ্ছিন্ন রাখবে ভাঙ্গার জনগণ।'
এক প্রশ্নের জবাবে, উত্তরাধিকার ৭১ নিউজকে ভাঙ্গা উপজেলা বিএনপি শীর্ষনেতা সেলিম আরও জানান, 'এটি কোনো স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র হলেও হতে পারে, তবে আশার কথা হচ্ছে ভাঙ্গা উপজেলায় দলমত নির্বিশেষে সমস্ত জনগোষ্ঠীই এই আন্দোলনে অংশ নিচ্ছেন তাঁদের ভুখণ্ড অস্তিত্ব রক্ষার তাগিদে। প্রয়োজনে সবাই রক্ত দিতে প্রস্তুত আছে, তবু ভাঙ্গার এক ইঞ্চি জমি কাউকে ছাড়তে রাজি নন এলাকাবাসী।'
এদিকে, আগামীকাল ভাঙ্গা উপজেলাবাসীর পূর্ব ঘোষিত লাগাতার অবরোধ কর্মসূচির কথা মাথায় রেখে অতিরিক্ত আর্মি- পুলিশ-র্যাব মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে শনিবার দিবাগত ৯টার দিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, 'সবকিছু বলতে পারবোনা, শুধু এতোটুকু জানাচ্ছি যৌথ বাহিনীর পাশাপাশি ভাঙ্গায় এখন পর্যন্ত প্রায় হাজার খানেক করে অতিরিক্ত পুলিশ সদস্য ও প্রায় সমান সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। তবে, কি কারণে এতো বেশি পুলিশ মোতায়েন করেছে প্রশাসন তা জামাননি তিনি। এছাড়া, বর্তমানে ভাঙ্গায় অবস্থান করছেন র্যাব-১০ এর এমন এক কর্মকর্তা একই শর্ত সাপেক্ষে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে রবিবারের অবরোধে বারিকেট দিতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।' তবে, দাবি আদায়ের লক্ষ্যে চলমান ভাঙ্গা উপজেলায় আন্দোলনকারীদের ওপর কোনো রকম বল প্রয়োগ করা হতে পারে কিনা? -উত্তরাধিকার ৭১ নিউজের এমন এক কমন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি র্যাব ও পুলিশের ওই দুই কর্মকর্তার কেউ-ই।
এদিকে, কয়েকদিন আগে অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন, ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই ভিডিও বার্তায়- ভাঙ্গাবাসীকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন তিনি। নিক্সন আরও বলেন, ভাঙ্গাবাসী! ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছেন। কোনো স্বার্থান্বেষী মহলের হঠকারি সিদ্ধান্ত মেনে ইসি আমাদের মাটি কেড়ে নিলেও, তা শীঘ্রই ফেরত দিতে হবে, কিছুতেই ভাঙ্গাবাসী তাঁর এক ইঞ্চি মাটি কাউকে ছাড়বে না বলেও জানান তিনি।'
এছাড়া, নিজেদের দুই ইউনিয়ন ফিরিয়ে আনার দাবিতে রবিবার ভাঙ্গা উপজেলাবাসীর সড়ক অবরোধ কর্মসূচি সকাল ৭ টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু হতে পারে বলে আন্দোলনকারীদের একটি সূত্র উত্তরাধিকার ৭১ নিউজকে নিশ্চিত করেছেন।
তাছাড়, রবিবার নিজ ভূখন্ড রক্ষায় ভাঙ্গাবাসীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বা অন্যন্য আইনশৃঙ্খলা বাহিনী বাঁধা দেওয়ার চেষ্টা করলে, বাধার কারণে তাদের আন্দোলন যদি বিন্দুমাত্র সহিংসতায় রূপ নেয়, তাহলে- সেটির দায়-দায়িত্ব স্থানীয় প্রশাসনকেই নিতে হবে' বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রথম দিন থেকে ওই আন্দোলনে অংশ নেওয়া, হামিরদি ইউনিয়নের ষাটোর্ধ্ব এক বিপ্লবী কৃষক। তিনি বলেন, প্রয়োজনে শহীদ হবো ভাই, তবুও ভাঙ্গা ছাড়বো না, কিছুতেই না।
এমন পরিস্থিতিতে ভাঙ্গা উপজেলাবাসীর রবিবারের আন্দোলন যেনো শান্তিপূর্ণভাবে শুরু হয়, তেমনটিই আশা করছেন এলাকাবাসী।
(আরআর/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৫)