ভাঙ্গায় আবার ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ভাংগা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ ভবনে আলগী ইউনিয়ন, হামিরদী ইউনিয়ন ও ভাংগা উপজেলার সর্বদলীয় ঐক্য পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে নির্বাচন কমিশন সীমানা পুনর্বিন্যাস এর নামে সম্পূর্ন অযৌক্তিক ভাবে আমাদের ভাংগা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) এর সঙ্গে সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা উল্লেখিত দুই ইউনিয়নের জণগন ও ভাংগা উপজেলাবাসী রাজপথে অবস্থান করছি। আমাদের অব্যাহত আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নির্বাচন কমিশনের তরফ হতে আমাদের দাবীর বিষয়ে আমরা এ পর্যন্ত কোনো বক্তব্য বা বিবৃতি পাইনি। নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, এই জনপদের মানুষ কোনোভাবেই তাদের প্রিয় মাতৃভূমি ভাংগা উপজেলাকে খন্ডবিখন্ড করার ষড়যন্ত্রকে মেনে নিবে না।
ভাংগা উপজেলার সঙ্গে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে জানাতে চাই অবিলম্বে এ অঞ্চলের মানুষের দাবীর যৌক্তিকতা উপলব্ধি করে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসুন।
নগরকান্দা ও সালথা উপজেলা ভাংগা উপজেলা থেকে অনেক দূরে অবস্থিত। আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নের সঙ্গে নগরকান্দা ও সালথা উপজেলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন ভাংগা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করণের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে এ দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হবে। আজকের সংবাদ সম্মেলন হতে আমরা আমাদের চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষনা করবো।
ফরিদপুর-৪ আসনটি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এবং ফরিদপুর-২ আসন নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। কিন্তু গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে দেশের ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে। ওই গেজেট অনুযায়ী ফরিদপুর জেলার দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এর ফলে, ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।
এ সময় আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম সিদ্দিক বলেন, ভাংগা উপজেলার মা মাটির অস্তিত্বের লড়াইয়ে আমাদের সাথে আপনারা মাঠে থেকে একাত্বতা প্রকাশ করায় আপনাদের প্রতি বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ। ভাংগা উপজেলার অখন্ডতা রক্ষার লড়াইয়ে আপনাদের সাহসী সংগ্রাম এখেনো শেষ হয়নি। তাই চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী ১৪-১৬ সেপ্টেম্বর ঐদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ট পর্যন্ত সড়ক পথ ও রেলপথ অবরোধ চলমান থাকবে।
আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই আমাদের সাথে শান্তিপূর্ন সহ-অবস্থান করছেন। এজন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
যেখানে অবরোধ হবে: ১। হাসপাতাল গেট থেকে রেললাইন পর্যন্ত, ২। সুয়াদী বাস স্ট্যান্ড, ৩। মনসুরাবাদ বাস স্ট্যান্ড, ৪। পুখুরিয়া বাস স্ট্যান্ড, ৫। হামিরদী বাস স্ট্যান্ড, ৬। পুলিয়া বাস স্ট্যান্ড, ৭। পুখুরিয়া রেল ক্রসিং, ৮। মাধুবপুর বাস স্ট্যান্ড
তিনি জানান, অবরোধের স্থানগুলি আন্দোলন সমন্ময় কমিটি কর্তৃক নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও কেউ নিজ দায়িত্ব নিয়ে অবস্থান নিবেন না।
সংবাদ সম্মেলনে জামাত ইসলামের ভাঙ্গা উপজেলা আমির মাওলানা সরওয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আতিয়ার রহমান, খেলাফত মজলিসের নেতা জাবের হোসেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সংগঠনিক সম্পাদক বিটু মুন্সী সহ ১২ ইউনিয়নের চেয়ারম্যানসহ পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
(পিবি/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৫)